ময়মনসিংহ ভালুকা প্রতিনিধি: মো: জিসান সরকার
ভালুকা উপজেলার পানিহাদি গ্রামে গর্ভপাতের ঔষধ খাওয়ানোর অভিযোগে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূর নাম সুমি আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমি আক্তারকে তার শাশুড়ি খোদেজা খাতুন কৌশলে গর্ভপাতের ঔষধ খাওয়ান। ঔষধ খাওয়ার পর সুমির পেটে তীব্র ব্যথা দেখা দিলে শনিবার সন্ধ্যায় তার স্বামী সিয়াম, শাশুড়ি খোদেজা ও ননাশের জামাই শাহীন মিলে তাকে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত গাইনি ডাক্তার জানান, সুমির গর্ভের সন্তান মারা গেছে এবং দ্রুত ডিএনসি করতে হবে। পরবর্তীতে হাসপাতালের ইউসিসি ভবনে ডিএনসি করার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন চিকিৎসক। তবে পরিবারের সদস্যরা তাকে মেডিকেলে না নিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন।
অতিরিক্ত রক্তক্ষরণে রোববার দিবাগত রাত ২টার দিকে সুমি আক্তার মারা যান।
এই ঘটনায় পুলিশ সুমির স্বামী সিয়াম ও শাশুড়ি খোদেজা খাতুনকে আটক করেছে বলে ভালুকা মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর