ইসলামী আন্দোলন বাংলাদেশ ( আইএবি ) কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলার শাহিদল ইউনিয়নকর্তৃক আইএবি মনোনীত
কিশোরগঞ্জ -১ (সদর-হোসেনপুর) হাতপাখার সংসদসদস্য পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানির গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ সেপ্টেম্বর ২৫ ঈসায়ী মঙ্গলবার দুপুরে হোসেপুর উপজেলার শাহেদল ইউনিয়ন পরিষদের মাঠে এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। পথসভা শেষে আইবি’র স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের নিয়ে শাহেদ ইউনিয়নের আশুতীয়া বাজার ও গলাচিপা বাজার এবং সর্বশেষ ঠাডারকান্দা বাজারের সর্বস্তরের জনগণের সঙ্গে কৌশল বিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেন প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি।
এডমিন,
আইএবি মিডিয়াসেল কিশোরগঞ্জ।