মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:অনিক চৌধুরী
কুমিল্লার মুরাদনগর দূর্গা রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্মিত আধুনিক ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ময়নাল হোসেন সরকার, শিক্ষক গোলাম ফারুক মুন্সি এবং প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ইউএনও নবনির্মিত ভবনের শ্রেণিকক্ষগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
উদ্বোধনকালে ইউএনও মো. আবদুর রহমান বলেন, "শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই ছয়তলা ভবন শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। আশা করি, এখানকার শিক্ষার্থীরা সুশিক্ষায় গড়ে উঠে দেশ ও জাতির সম্পদ হয়ে উঠবে।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নাল হোসেন সরকার বলেন, "আমাদের বিদ্যালয়ে বহুদিন ধরেই পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব ছিল। নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে সেই দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। এটি শিক্ষক-শিক্ষার্থী সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।"
উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানান।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর