মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূ ও তাঁর দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭), ছেলে আলভী (৭) এবং মেয়ে সায়মা আক্তার (২)।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিখা আক্তার সন্তানদের বিষ প্রয়োগের পর নিজেও বিষপান করে আত্মহত্যা করেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা জানান, সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়ে বাসার দরজায় সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি ৯৯৯–এ ফোন করেন। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শিখার মরদেহ বিছানায় এবং দুই শিশুর মরদেহ খাটের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিখা আক্তার ছিলেন শাহীন দেওয়ানের দ্বিতীয় স্ত্রী। এক মাস আগে তিনি মালয়েশিয়া পাড়ি জমান। এর আগে দেশে হ্যালোবাইক চালাতেন তিনি। নিহত আলভী প্রথম সংসারের সন্তান এবং সায়মা বর্তমান সংসারের সন্তান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।