কুমিল্লার মুরাদনগরে আমির হোসেন (৪৫) নামের এক প্রবাসীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে। আহত প্রবাসীকে গুরুতর অবস্থায় মুরাদনগর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হিরাকান্দা গ্রামের বাসিন্দা প্রবাসী আমির হোসেন সকালে চোখ ঝাড়ানোর জন্য স্থানীয় এক কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন। পথে দিলালপুর গ্রামের হাসেম মিয়ার দুই ছেলে কামরুল ও আতিকুর অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে একাধিক স্থানে কুপিয়ে আমির হোসেনকে রক্তাক্ত জখম করে ফেলে রাখে।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার শরীরে গভীর ক্ষত রয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আহতের পরিবার বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মামলাটি নথিভুক্ত হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর