তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিক উপজেলার উত্তর গড়কান্দা গোনাপাড়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে। সে স্থানীয় বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে টিফিনের সময় আতিক নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকান থেকে খাবার কিনতে যায়। এসময় হঠাৎ আট আসনের একটি অটোরিকশা তার ওপর উঠে গেলে গুরুতর আহত হয় সে। দুর্ঘটনার পরপরই চালক অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায়।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকায় নেয়ার পথে রাস্তায় আতিকের মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানান, পৌরশহরের বিভিন্ন সড়কে অটোরিকশার বেপরোয়া চলাচলই দুর্ঘটনার প্রধান কারণ। তারা দ্রুত পালাতক চালককে গ্রেপ্তার ও বিচার, অটোরিকশার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের নিরাপত্তায় যথাযথ উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর