তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলার মরিচপুরান ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ১০ টাই সংগঠনের উপদেষ্টা হাজ্বী মো. ফরহাদ হোসেনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কামরুজ্জামান কানন দুইটি প্রতিষ্ঠানের হুজুর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ এবং সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক সাজন চন্দ্র শীল ও ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ।
গোজাকুড়া পুরাতন কবরস্থান , এবং গোজাকুড়া নতুন কবরস্থান ও গোজাকুড়া মন্দির এই সব প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়
আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম, বলেন এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে ।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর