তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে সম্প্রতি সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সমিতির সাবেক সভাপতি আবু নাঈম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আবু নাঈম বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে সমবায় সমিতির টাকা আত্মসাৎ করে পালিয়ে থাকার যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, আমি সভাপতি থাকা অবস্থায় সমিতির সাধারণ সম্পাদক মেহেদী ইমাম সিয়াম ও কোষাধ্যক্ষ এমদাদুল হক কৌশলে গ্রাহকদের টাকা আত্মসাৎ করে। বিষয়টি টের পেয়ে আমি তাদেরকে টাকা ফেরত দিতে বললে মেহেদী চাতুরতার মাধ্যমে এমদাদুলকে এলাকা থেকে পালিয়ে যেতে সাহায্য করে।
তিনি আরও জানান, গ্রাহকদের স্বার্থ রক্ষায় তিনি ২০২৩ সালে শেরপুর আদালতে এমদাদুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে এমদাদুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় দৈনিকে প্রকাশ করেন। বর্তমানে মামলাটি রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে।
আবু নাঈমের দাবি, মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এমদাদুল ও মেহেদী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচার করছে। তিনি এসব সংবাদের তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্ট সাংবাদিকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
এছাড়া তিনি অভিযোগ করেন, মামলাটি প্রত্যাহারের জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি মামলা না তুললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, ২০১৮ সালে শেরপুর জেলা সমবায় দপ্তর থেকে নিবন্ধিত হয়ে উপজেলার আমবাগান বাজারে , সেবা ক্ষুদ্র সমবায় সমিতি কার্যক্রম শুরু করে। তবে পরবর্তীতে দপ্তরের অডিটে মূলধনের অনিয়ম ধরা পড়ায় এবং সন্তোষজনক জবাব না পাওয়ায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর