তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে বেসরকারি সংস্থা সালোম পানিহাটার উদ্যোগে আত্মসহায়ক দলের ১৬০ জন নারী সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেক সদস্যকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিজনকে তিন হাজার টাকা করে এ সহায়তা প্রদান করা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পানিহাটা সালোম কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীরা যদি সামান্য বাড়তি আয়ের সুযোগ পান তবে স্বামীর ওপর পুরোপুরি নির্ভরশীল থাকতে হয় না। নিজেদের আয় থেকে সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে পারবেন এবং স্বামীর পাশাপাশি সুন্দর একটি পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।” একই সঙ্গে তিনি গ্রামীণ নারীদের ক্ষমতায়ন ও স্বনির্ভর করে তুলতে সরকারের পাশাপাশি সালোম-এর এই উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালোমের সভাপতি রেভা: ভানু চিসিম ও সহ-সভাপতি রেভা: মৃদুল চাম্বুগং। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার বিপ্লব রিছিল।