কিশোরগঞ্জ প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গুরুদয়াল সরকারি কলেজ শাখার উদ্যোগে অনার্স প্রথম বর্ষের (২০২৪-২৫ সেশন) নবীন শিক্ষার্থীদের সম্মানে এক বর্ণাঢ্য “Freshers' Reception & CAREER GUIDELINE Program” এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. আব্দুল লতিফ মসুম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ গঠনে সৎ, নৈতিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, আত্মউন্নয়ন ও উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম এবং কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন।
তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রজীবনের মূল্যবান সময়কে যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ও কলেজ শাখার সাবেক-বর্তমান নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সফলভাবে সম্পন্ন হওয়া এ আয়োজনে শিক্ষার্থীরা দারুণভাবে অনুপ্রাণিত হন এবং নিজেদের ভবিষ্যৎ গঠনে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর