কিশোরগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প নগরী সংলগ্ন বাগে মুসাফির ঈদগাহ মসজিদের পরের আবাসিক এলাকায় চলছে এক ভয়াবহ প্রতারণামূলক কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ—আব্দুল ওয়াহাব মিয়ার বাড়িতে মাসুদ মিয়া নামে এক ব্যবসায়ী রাসায়নিক মিশিয়ে তেল উৎপাদন করছেন। এসব তেল বাজারে সরিষা ও নামকরা ব্র্যান্ডের লোগো ব্যবহার করে প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, সোয়াবিন তেলের ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে নকল লোগো ও মোড়ক ব্যবহার করে বাজারজাত করা হচ্ছে এই নিম্নমানের ও মারাত্মক ক্ষতিকর তেল। শুধু সরিষার তেলই নয়, বরং ভুয়া ব্র্যান্ডের আড়ালে বিভিন্ন তেলের প্যাকেটজাত পণ্য প্রতিদিন বাজারে ছাড়ছেন তারা। এতে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন এবং স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন।
স্থানীয়রা জানান, ওই বাড়ি থেকে প্রতিনিয়ত রাসায়নিকের গন্ধ পাওয়া যায় এবং সন্দেহজনকভাবে ড্রাম ও বোতল আনা-নেওয়া করা হয়। তারা দাবি করেছেন, আইনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালানো হচ্ছে রহস্যজনকভাবে।
এমন কার্যক্রমে পুরো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ এসব তেল রান্নায় ব্যবহার করলে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, যা দীর্ঘমেয়াদে ভয়াবহ রোগের কারণ হয়ে দাঁড়াবে।
এ প্রসঙ্গে সচেতন মহল মনে করছে, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই বিপজ্জনক প্রতারণা বন্ধ হবে না। তারা সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করেছেন—অভিযান চালিয়ে নমুনা সংগ্রহ করা, ল্যাব টেস্টের মাধ্যমে ক্ষতিকর উপাদান শনাক্ত করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া।
স্থানীয়রা আরও বলেছেন, “আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—এই ভয়ংকর ব্যবসা যেন অবিলম্বে বন্ধ করা হয় এবং জড়িতদের শাস্তি দেওয়া হয়।”
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর