রৌমারী, কুড়িগ্রাম:
সম্প্রতি রৌমারীর বিভিন্ন এলাকায় ‘BBH লাল পার্টি’ নামের একটি সংগঠন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নিজেদেরকে একটি আউটসোর্সিং প্রতিষ্ঠান পরিচয় দিয়ে তারা তরুণদের কাছ থেকে ৩,০০০, ৮,০০০ এবং ২৩,০০০ টাকার বিনিময়ে ‘আইডি’ খুলে প্রতিদিন ৩০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত আয়ের আশ্বাস দিচ্ছে।
তবে আশ্চর্যের বিষয় হলো—কাজ বলতে কিছু নেই, শুধু “এক্টিভ থাকা” বা অন্যদের যুক্ত করা। এক্ষেত্রে বিশেষজ্ঞরা একে পিরামিড স্কিম বা অনলাইন জুয়ার নতুন রূপ বলে সন্দেহ করছেন।
লাভের প্রলোভন, কিন্তু নেই কোনো প্রমাণযোগ্য কাজ!
BBH দাবি করে, সদস্যরা বিনিয়োগের মাধ্যমে প্রতিদিন আয় করতে পারবেন। কিন্তু,
সাধারণ মানুষ বুঝতে না পেরে লাখ টাকা বিনিয়োগ করে হারাচ্ছে সঞ্চিত অর্থ।
তরুণরা বলছে…
অনেকে জানিয়েছেন, তারা প্রথমে ৩ হাজার টাকায় আইডি কিনে কয়েকদিন ৩০০ টাকা পেয়েছেন, এরপর বলা হয় “আপগ্রেড” করতে হবে — এতে তারা আরও টাকা ঢুকিয়েছে। শেষমেশ লস।
এটা ধোঁকা ছাড়া আর কিছুই না, কাজের নাম করে মানুষকে বোকা বানাচ্ছে,” – জানান স্থানীয় এক যুবক।
ডিজিটাল প্রতারণা বিশেষজ্ঞরা বলছেন, এটা আসলে:
এই ধরনের গোষ্ঠীগুলোর কোন প্রাতিষ্ঠানিক রেজিস্ট্রেশন নেই, নেই কোনো ট্রেড লাইসেন্স।
যার কারণে,তরুণ সমাজ আসল আউটসোর্সিং শেখার আগেই ঠকছে।পরিবারে আর্থিক অস্থিরতা সৃষ্টি হচ্ছ। সমাজে অনলাইন জুয়ার স্বরূপে এক বিপজ্জনক আসক্তি তৈরি হচ্ছে
রৌমারী সহ বাংলাদেশের স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ জরুরি ও সচেতনতা মূলক ক্যাম্পেইন চালানো উচিত এবং
সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে দ্রুত তদন্ত শুরু করা দরকার।
তরুণ সমাজকে সঠিক গাইডলাইন দিতে পারলেই গঠিত হবে আদর্শ সমাজ।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর