অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা আবদুর রহমান ও আমির হামজা
📍 মানিকগঞ্জ প্রতিনিধি:
মোঃ আনোয়ার হোসাইন টিটু
নিউজনগর, মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কোমলপুর গ্রামে সাংবাদিকের বাবা আবদুল মালেক (৭০) কে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মোঃ আবদুর রহমান (৪৫) ও আমির হামজা (৪০)-এর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদা দিতে রাজি না হওয়ায় গত সপ্তাহে সাটুরিয়া উপজেলার নিজ বাসায় গিয়ে অভিযুক্তরা সাংবাদিকের বাবা আবদুল মালেককে মারধর করে। এ সময় তারা কোমলপুর গ্রামের পারিবারিক বাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ নাম্বার আসামি আমীর হামজা সাটুরিয়া উপজেলা যুবদলের আহব্বায়ক
এ ঘটনায় ভুক্তভোগী আবদুল মালেক সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে দাপুটে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ করায় তিনি ও তাঁর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে এখনো অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর