আকাশ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে দুধকুমার নদীতে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন এক ধান ব্যবসায়ী।
নিখোঁজ ব্যক্তির নাম মনসুর আলী (৫৫), যিনি বেরুবাড়ী ইউনিয়নের খামার নকুলা এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা গেছে, ভারত থেকে দুধকুমার নদীর প্রবল স্রোতের সাথে ভেসে আসা গাছের গুঁড়ি ও কাঠ সংগ্রহ করতে গিয়ে নদীর গভীর পানিতে তলিয়ে যান তিনি। ঘটনাটি ঘটে ৬ অক্টোবর সকাল আনুমানিক দশটায়।
স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস টিম তাঁর সন্ধানে দীর্ঘ সময় চেষ্টার পরও সন্ধান মেলেনি। নদীর তীরে শতাধিক উৎসুক জনতা ভিড় জমায়, পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
বর্তমানে দুধকুমার নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। নদীতে স্রোতের গতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এতে করে গাছপালা ও কাঠ ভেসে আসছে।
স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে,
➤ নদীর ধারে বসবাসরতদের নিরাপদ দূরত্বে থাকতে অনুরোধ করা হয়েছে। মনসুর আলীর নিখোঁজ হওয়ার খবরে পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে জীবিত উদ্ধার কিংবা লাশ খুঁজে পাওয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর