মুরাদনগর (কুমিল্লা):অনিক চৌধুরী
উপজেলা প্রশাসন, মুরাদনগর এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে ধারাবাহিক মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানসমূহের বিবরণ নিম্নরূপঃ
১⃣ অভিযান-১:
অদ্য ০৫/১০/২০২৫ তারিখে দারোরা ইউনিয়নের পাইওপ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ড্রেজার মেশিন ও প্রায় ১২০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
২⃣ অভিযান-২:
একই তারিখে (০৫/১০/২০২৫) আন্দিকোট ইউনিয়নের পাইওপ গ্রাম হতে ১টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
৩⃣ অভিযান-৩:
এর পূর্বে ০২/১০/২০২৫ তারিখে, বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ড্রেজার মেশিন ও প্রায় ১০০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
উল্লেখ্য, খামারগ্রামে একাধিকবার অভিযান পরিচালনা সত্ত্বেও রাতের অন্ধকারে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে কৃষিজমি নষ্ট করছে। এসময় একটি বালুর স্তুপ জব্দ করা হয়।
🔹 এসব অভিযানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয় এবং জনস্বার্থে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
উক্ত অভিযানসমূহ উপজেলা নির্বাহী অফিসার, মুরাদনগর মহোদয় এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খান এর নেতৃত্বে পরিচালিত হয়।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর