সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
মোগলাবাজার থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রোজিনা আক্তার জানান, খবর পেযে ঘটনাস্থলে পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধারে কাজ করছে। জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে লাইনচ্যুত হয়। ট্রেন উদ্ধারে কাজ চলছে।
এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে একটি ইঞ্জিন পাঠিয়ে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে নেওয়া হয়।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর