প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষ মানুষদের হয়রানি বন্ধের দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরবিশ্বনাথপুর এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকালে চরবিশ্বনাথপুর বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে কিছু উদ্দেশ্যমূলকভাবে নিরীহ ও সাধারণ মানুষকে হয়রানির শিকার করা হচ্ছে, যা অন্যায় ও অমানবিক। তারা বলেন, স্কুল-কলেজে সংঘটিত কিছু ঝগড়া বা সামাজিক ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও চরবিশ্বনাথপুর এলাকার নির্দোষ মানুষদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।
বক্তারা আরও অভিযোগ করেন, সিধলা ইউনিয়ন যুবদলের সভাপতি মাজহারকে কোনো সম্পৃক্ততা ছাড়াই অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে, যা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হতে পারে।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানান— প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং নির্দোষ ও নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করা হোক।
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নিউজনগ
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর