শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

সুদের টাকা পরিশোধ না করায় ইমামের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর, গ্রেফতার ৪

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় এক ইমামের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (৮ অক্টোবর) উপজেলার জামিরাকান্দা গ্রামে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রিতা বেগম নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে চারজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

গ্রেফতারকৃতরা হলেন— জামিরাকান্দা গ্রামের আমানউল্লাহ মুন্সির স্ত্রী সুফিয়া বেগম (৪২), মকবুল হোসেনের দুই ছেলে বাবুল মিয়া (২১) ও নয়ন মিয়া (১৯), এবং খাদিজা বেগম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিতা বেগম পার্শ্ববর্তী পাঁচগাঁও গ্রামের জামে মসজিদের খতিব আমানউল্লাহ মুন্সির কাছ থেকে মাসিক ১০ শতাংশ সুদে এক লাখ টাকা ঋণ নেন। নিয়মিতভাবে সুদের টাকা পরিশোধের পাশাপাশি তিনি আসল টাকার ৫০ হাজার টাকাও পরিশোধ করেন।

তবে ইমাম আমানউল্লাহ প্রতি মাসে ১০ হাজার টাকা সুদ দাবি করে আসছিলেন। তার দাবি অনুযায়ী এখনও রিতার কাছ থেকে ৮০ হাজার টাকা পাওনা রয়েছে বলে জানান তিনি।

এরমধ্যেই রিতা বেগম টাকা জোগাড়ের জন্য স্বামী-সন্তানের কাছে ঢাকায় গেলে সুযোগ বুঝে ইমাম আমানউল্লাহ মুন্সি ও তার সহযোগীরা তার বসতবাড়িতে হামলা চালায়। তারা শ্রমিক ভাড়া করে ঘরের টিন, কাঠ, খুঁটি, নলকূপ, গোসলখানা, রান্নাঘর, এমনকি মেঝের ইট পর্যন্ত খুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন রিতা বেগম।

খবর পেয়ে রিতা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং থানায় মামলা রুজু হয়।

বর্তমানে বাড়িঘর হারিয়ে নিঃস্ব রিতা বেগম মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ঘটনার পরপরই মামলা দায়ের করা হয়েছে। চারজনকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
0x1c8c5b6a

0x1c8c5b6a

মুরাদনগরে প্রবাসীকে কুপিয়ে জখম, মামলা দায়ের

0x1c8c5b6a

0x1c8c5b6a

বিএনপি নেতা ওবায়দুল্লাহ উবায়েদের ইসলামবিরোধী বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া

যাদুরচর কেন্দ্রীয় জামে মসজিদে মাসিক ইজতেমায় নামাজের মাসআলা-মাসায়েল শিক্ষা: ধর্মীয় মূল্যবোধে আলোকিত এক মহৎ উদ্যোগ

কিশোরগঞ্জে ডিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

চরাঞ্চলে আমন ধানের উচ্চ ফলন, কৃষক মাইদুলের সাফল্যের স্বপ্ন

নালিতাবাড়ীতে দুই দিন ব্যাপী ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুভ উদ্বোধন।

কুমিল্লায় টানা ভারী বৃষ্টিপাত: বন্যার শঙ্কা বাড়ছে।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের ও সাধারণ জনগণ এর গণশুনানি কার্যক্রম।