তালাকের জেরে গার্মেন্টসকর্মী স্ত্রীকে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা করেছেন স্বামী। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৪নং ওয়ার্ডের মালেকেরবাড়ী পশ্চিম পার্শ্বে শরীফপুর রোডের বাংলালিংক টাওয়ারের নিচে ‘জিহাদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার’ দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মোছা. সোহেলা খাতুন (৪২)। তিনি শেরপুরের নকলা উপজেলার ধুকুরিয়া মধ্যপাড়া গ্রামের মিজান মিয়ার কন্যা। তার স্বামী কালু শেখ (৪৫) একই উপজেলার মমিনাকান্দা এলাকার আলতু মিয়ার পুত্র। তারা গাজীপুরের শরীফপুর এলাকায় কবির ম্যানেজারের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন কন্যা সন্তানের জননী সোহেলা খাতুন পেশায় একজন গার্মেন্টস কর্মী এবং তার স্বামী কালু শেখ একজন ভ্যানচালক। দাম্পত্য জীবনে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।
সম্প্রতি, প্রায় ৩–৪ দিন আগে স্বামী কালু শেখকে তালাক দেন সোহেলা খাতুন। এই বিষয়কে কেন্দ্র করে শুক্রবার বিকালে রাস্তায় একা পেয়ে কালু শেখ স্ত্রী সোহেলার গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহেলাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
গাছা থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী কালু শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি