মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়ন এর দেওভোগ গ্রামে এই ঘটনা টি ঘটে, সোমবার (১৩ অক্টোবর) ভোর রাতে ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের দেওভোগ গ্রামে এ ঘটনা টি ঘটে। নিহত সোনা মিয়া একই ইউনিয়ন এর বেড়া ডাঙা গ্রামর মৃত হযরত আলীর ছেলে।
সহ -ধর্মিনীর মৃত্যুর পরে নিহত সোনা মিয়া মানুষিকভাবে ভেঙে পড়ে বলে,জানিয়েছেন তার পরিবার।
মৃত সোনা মিয়ার মা সনধী বেগম জানান, আমার ছেলে বিদেশে চাকুরী করতো গত বছর ৫ই আগস্ট তার সহ ধর্মীনি ঢাকায় আনদোলনের সময় গুলিতে নিহত হয়।তারপর থেকেই আমার ছেলে মানুষিক ভাবে ভেঙে পড়ে।
মৃত সোনা মিয়ার ছেলে আল-আমীন জানান,সকালে আমার ফুপার ফোন পেয়ে আমি ও আমার পরিবার এর লোকজন এসে দেখি আমার বাবা গলায় রস দিয়ে ফাঁসি নিয়ে আত্মহত্য করেছে,আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা মানুষিকভাবে খুব ভেঙে পড়ে।
এ বিষয় এ ঘিওর থানার অফিসার ইনচার্জ কহিনুর মিয়া জানান,আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘিওর থানা পুলিশ দ্রুত সরেজমিনে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
মোঃ আনোয়ার হোসাইন টিটু , জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর