কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়ার নেতৃত্বে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসংযোগ অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়। বাজিতপুর থানার মোড় থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি রেজুমার্কেট, বড় সড়ক, সিএন্ডবি রোড, বাঁশ মহল, মথুরাপুর বটতলা, রাবারকান্দি বটতলা, ঐতিহাসিক ডাকবাংলা, সিনেমাহল মোড়, উপজেলা পরিষদ, ভাগলপুর ও সরারচরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার প্রতিটি পয়েন্টে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। এ সময় এহসান কুফিয়া তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন এবং দলকে আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে আহ্বান জানান।
পরে তিনি নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে যান এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন।
এ সময় এহসান কুফিয়া বলেন,
“বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে। বাজিতপুর ও নিকলীর মানুষ এখন পরিবর্তন চায়—আমরা সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। জনগণের ভোটের মাধ্যমেই গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে আসবে।”
শত শত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে। এলাকাজুড়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসংযোগ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
মো: আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর