স্টাফ রিপোর্টার: আবু সালমান, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের কমলনগরে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খালা শাশুড়িকে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে আপন ভাগ্নি জামাইয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত ভাগ্নি জামাই মো. আরিফ (২৮) ওই এলাকার ভুট্ট মাঝির ছেলে। তিনি পেশায় মৎস্য শিকারি (জেলে)।
বর্তমানে ভুক্তভোগীকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে থানার ওসি তহিদুল ইসলাম হাসপাতালে গিয়ে ভিকটিমের খোঁজখবর নিয়েছেন।
ভুক্তভোগীর আত্মীয় মফিজুর রহমান জানান, টাকা-পয়সা লেনদেনের অজুহাতে ওই রাতে আরিফ ভিকটিমের ঘরে আসে। সঙ্গে করে ফ্রুটিকা জুস নিয়ে এসে খালা শাশুড়ি ও তার ৬ বছরের শিশুপুত্রকে খেতে দেয়। আপন ভাগ্নি জামাই হিসেবে সরল বিশ্বাসে জুস পান করেন ভিকটিম ও শিশু। কিছুক্ষণের মধ্যেই দুজন অচেতন হয়ে পড়েন।
তিনি বলেন, “অসৎ উদ্দেশ্যেই আরিফ চেতনানাশক মিশিয়ে জুস খাইয়েছিল। এরপর ঘরে ঢুকে ভেতর থেকে দরজা ও লাইট বন্ধ করে তিন ঘণ্টারও বেশি সময় অবস্থান করেছে—যা সন্দেহজনক।”
ভুক্তভোগীর ছেলে শরীফ হোসেন বলেন, “রাত ৮টার দিকে আরিফ আসে এবং মা ও ছোট ভাইকে জুস খেতে দেয়। আমি কিছুক্ষণ পর বাইরে চলে যাই। রাত ১১টার দিকে ফিরে এসে দরজা খুলে দেখি মা ও ভাই অচেতন অবস্থায় পড়ে আছে। আরিফ খাটের নিচে লুকিয়ে ছিল। পরে লোকজন ডাকার ফাঁকে সে পালিয়ে যায়।”
চরমার্টিন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সভাপতি ও ইউপি সদস্য তারেক রহমান রকি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে অচেতন ও অগোছালো অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দিয়ে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়।”
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মীর আমিনুল ইসলাম মঞ্জু বলেন, “ভুক্তভোগীকে জুসের সঙ্গে চেতনানাশক খাওয়ানোর অভিযোগে ভর্তি করা হয়েছে। এমন ক্ষেত্রে দুই ঘণ্টার মধ্যে স্টমাক ওয়াশ করাটা জরুরি। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।”
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে হাসপাতালে গিয়ে ভিকটিমের খোঁজ নিয়েছি। চিকিৎসা শেষে তিনি অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর