কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৫:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
নিজের লিখিত বক্তব্যে মাজহারুল ইসলাম বলেন, “দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছি। বিএনপি ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। এই কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার, নাগরিক অধিকার ও উন্নত বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করবে।”
তিনি আরও বলেন, “দলীয় মনোনয়ন পেলে কিশোরগঞ্জের মানুষের জীবনমান উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালাবো। রাজনীতি আমার জন্য কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়; এটি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান, মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ.কে.এম. শফিকুল হক শফিক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীরা মাজহারুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং তার প্রার্থীতা ঘোষণাকে কিশোরগঞ্জে বিএনপির নতুন উদ্দীপনা ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন।