কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার শ্রম ও বাক প্রতিবন্ধী জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট জমা দিয়েছে “কিশোরগঞ্জ শ্রম ও বাক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা”।
বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম (বাক প্রতিবন্ধী) এর নেতৃত্বে স্মারকলিপিটি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সমাজের অন্যান্য নাগরিকদের মতো শ্রম ও বাক প্রতিবন্ধীরাও সমান অধিকার ও সুযোগ পাওয়ার অধিকার রাখে। তবে নানা অনিয়ম, অবহেলা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে তারা এখনও পিছিয়ে রয়েছে। তাদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সংগঠনটির প্রধান ৭ দফা দাবি হলো—
১. সরকারি স্বীকৃতি ও সহযোগিতা প্রদান।
২. প্রতিবন্ধীদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা।
৩. সকল প্রতিবন্ধীকে সরকারি ভাতা ও সেবা কার্যক্রমের আওতায় আনা।
৪. ভিজিডি ও ভিজিএফ কার্ডে অগ্রাধিকার দেওয়া।
৫. সরকারি-বেসরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটার বাস্তবায়ন।
৬. চলাচল উপযোগী অবকাঠামো ও জনসুবিধা নিশ্চিত করা।
৭. জাতীয় ১৫ দফা দাবির আলোকে স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া।
স্মারকলিপি প্রদানের সময় সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে জেলা প্রশাসন তাদের যৌক্তিক দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেবেন এবং বাস্তবায়নে প্রয়োজনীয় ভূমিকা রাখবেন।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর