স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুর : আবু সালমান
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচর এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় বয়ারচর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—
১. ইব্রাহিম খলিল দিদার, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য
২. আলহাজ্ব নাছির উদ্দিন, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান, চরগাজী ইউনিয়ন পরিষদ
৩. শেখ ফরিদ, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য, চরগাজী ইউনিয়ন
৪. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, ৯নং চরগাজী ইউনিয়ন বিএনপি
মানববন্ধনে বক্তারা বলেন,
“রামগতি উপজেলার বয়ারচর ও চরগাজী ইউনিয়নের অধিকাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়রা বারবার এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডকে জানালেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এভাবে চলতে থাকলে আগামী বছর এ অঞ্চলের অনেক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে। আমরা খেটে খাওয়া মানুষ — নিজের জমিতে বেড়িবাঁধ নির্মাণ করার সামর্থ্য আমাদের নেই। তাই দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা নিতে হবে।”
বক্তারা আরও জানান,
“নদী ভাঙনের কারণে এলাকার স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে এলাকাবাসী আবারও কঠোর আন্দোলন ও মানববন্ধনের ডাক দেবে।”
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বক্তারা আকুল আবেদন জানান —
“অবিলম্বে বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে এলাকার মানুষকে রক্ষা করুন।”
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর