মোঃ আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে আব্দুল মালেক (৭৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মালেক পৌরসভার ব্যাপারিপাড়া এলাকার নয়াকান্দি গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক বিরোধের জেরে পুত্র বাদল মিয়া (ওরফে খোকন) ছুরি দিয়ে পিতাকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। কয়েক মাস আগে আব্দুল মালেক নিজেই ছেলের বিরুদ্ধে মামলা করেছিলেন। জেল থেকে বেরিয়ে এসে বাদল আরও বেপরোয়া হয়ে ওঠে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মুর্শেদ জানান,
ছেলে বাদল মাদকাসক্ত ছিল। মাদক সেবনের পর
সে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।