কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের পক্ষে ব্যাপক গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে হোসেনপুর অডিটোরিয়ামে এক আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। সভা শেষে বিশাল এক মিছিল বের হয়, যা হোসেনপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের পথে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের স্লোগানে শহরজুড়ে জনমানুষের আগ্রহ ও উন্মাদনা লক্ষ্য করা যায়। পরে বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
জানা গেছে, গত বুধবার প্রার্থীতা ঘোষণা করার পর থেকেই কিশোরগঞ্জ ও হোসেনপুরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর বিএনপির ব্যানারে এমন জনসমাগম স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে এবং রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে।
মিছিলে জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান ও মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রনক, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়ছার, জেলা যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তবা তাজবির, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. স্বপন মিয়া, এবং কিশোরগঞ্জ জেলা রিকশাভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাসিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মাজহারুল ইসলাম বলেন,
“দেশে এখন গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে
কিশোরগঞ্জ হোসেনপুরের মানুষ বহুদিন ধরে পরিবর্তনের অপেক্ষায়। আমি সেই পরিবর্তনের অংশ হতে চাই, জনগণের দোয়া ও সমর্থন আমার শক্তি।
দেশে এখন গনতন্ত্র ও জনগনের অধিকার ফিরিয়ে আনার লড়াই চলছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ও খালেদা জিয়ার নেতৃত্বে আমরা জনগণের পাশে আছি, তাকব।
তিনি আরও বলেন,
“বিএনপি তৃণমূল থেকে সংগঠিত হচ্ছে। আমরা চাই জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হোক। সেই লক্ষ্যেই আজকের এই গণসংযোগ ও লিফলেট বিতরণ।”
স্থানীয়রা জানান, মাজহারুল ইসলামের সক্রিয় অংশগ্রহণ ও তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগ বিএনপির কর্মীদের মধ্যে নতুন আশা ও শক্তি সঞ্চার করেছে।
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ, ১৮ অক্টোবর ২০২৫:
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর