তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
ভূমি সেবার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক অধিপরামর্শ সভায় নালিতাবাড়ী উপজেলা ভূমি কর্তৃপক্ষ প্রমাণসাপেক্ষে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর) সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি নালিতাবাড়ীর উদ্যোগে উপজেলা ভূমি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান। সভাপতিত্ব করেন ভূমি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও সনাক সদস্য মোঃ আবুল হোসেন খান।
সহকারী কমিশনার (ভূমি) বলেন , ভূমি অফিসে দুর্নীতি অনেকটাই কমেছে। ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি বন্ধে আমরা আন্তরিকভাবে কাজ করছি। কেউ দুর্নীতির প্রমাণ দিলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নালিতাবাড়ী উপজেলা ভূমি অফিসে হেল্পডেস্ক চালু করা হয়েছে, যা ভবিষ্যতে আরও সক্রিয় করা হবে। অনলাইন ভূমি সেবা জোরদার করা ও তথ্যভাণ্ডার তৈরির মাধ্যমে সেবাকে আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাধারণ মানুষের অসচেতনতা এবং উপজেলা সাব-রেজিস্টার অফিসের অনিয়মের কারণে অনেক সময় ভূমি অফিসকে দায়ী করা হয়। অথচ ভূমি অফিস সব সেবা প্রদান করে না।তিনি ভূমি সেবার বিস্তারিত তালিকা (সিটিজেন চার্টার) প্রদর্শনের প্রতিশ্রুতি দেন এবং ইউনিয়ন ভূমি অফিসগুলোতেও সেবার মান উন্নয়নে উদ্যোগ নেওয়ার কথা জানান।
সভায় টিআইবি-অনুপ্রাণিত অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি) ভূমি সেবা বিষয়ক সমস্যাগুলোর ওপর প্রতিবেদন উপস্থাপন করে এবং বিলম্বিত সেবা, অতিরিক্ত অর্থ আদায় ও আবেদনকারীদের রিসিভ কপি প্রদানে অনিয়মের বিষয়গুলো তুলে ধরে।
সনাক সভাপতি এন এম সাদরুল আহসান উপজেলা ভূমি সেবার মানোন্নয়নে গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্যবৃন্দ, মোঃ নাজমুল হক
এরিয়া কো-অর্ডিনেটর (সিই), সনাক-নালিতাবাড়ী
,ইয়েস এবং এসিজি সদস্যরা ।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর