মো:আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ, ২০ অক্টোবর ২০২৫:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দীর্ঘ ২৪ বছরের আইনি লড়াই শেষে আদালতের আদেশে এক পক্ষের দখলে জমি হস্তান্তর করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী হাজী মো. আব্দুল খালেকের অনুকূলে উক্ত সম্পত্তির দখল প্রদান সম্পন্ন হয়।
সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার আতিয়া মৌজার সিএস দাগ নং ৯৭/৯৯, খতিয়ান নং ৪১১, শ্রেণি “কালা পাড়া পূর্ব আতিরা পায়রা বিঠা পোমদী ইউনিয়ন” এলাকায় প্রায় ৭৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মামলাটি নিষ্পত্তির পর আদালতের নির্দেশে বেলিফ হাজী আব্দুল খালেকের পক্ষে জমির দখল নিশ্চিত করেন।
দখল হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ ও হোসেনপুর থানা পুলিশের সদস্যরা।
দলিল অনুযায়ী, মামলার বাদী ছিলেন হাজী মো. আব্দুল খালেক ও সহযোগী আমির হামজা গং; অন্যদিকে বিবাদী ছিলেন ফরিদ, আতু, আহসান, মাতু ও ইদ্রিস আলী প্রমুখ।
আদালতের নাজির ও সংশ্লিষ্ট বেলিফ স্থানীয় প্রশাসনের সহায়তায় দখল প্রদান সম্পন্ন করেন। এ সময় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল।
হোসেনপুর আদালতের সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী দখল প্রদান শেষে প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।
স্থানীয়রা বলেন, এ রায়ের মাধ্যমে দীর্ঘদিনের জমি বিরোধের অবসান ঘটল। হাজী আব্দুল খালেক বলেন, “আইনের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া।”
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর