মো: আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ রেলওয়ে থানার পুলিশ সোমবার (২০ অক্টোবর) কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে মোঃ আলমগীর খাকে (৩৪) গ্রেফতার করেছে। তিনি ঢাকা থেকে আসা ৭৩৭ নং এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনে ভুয়া সেনা পরিচয় দিয়ে যাত্রীদের হুমকি প্রদান করেন।
প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, ট্রেনটি কিশোরগঞ্জের সরারচর স্টেশন থেকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে আসার সময় যাত্রীরা এক বগি থেকে অন্য বগিতে যেতে চাইলে দরজা বন্ধ থাকার কারণে ধাক্কাধাক্কি করেন। এসময় আলমগীর দরজা জোরপূর্বক বন্ধ করে দেন। এতে একজন যাত্রীর বাম হাতের আঙ্গুলে আঘাত লাগে।
পরবর্তীতে দরজা কেন লাগানো হলো জানতে চাওয়ার পর তিনি যাত্রীদের উপর উত্তেজিত হয়ে ঘুসি মারে এবং নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেন। তিনি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে নামার পর সেনাবাহিনী ক্যাম্প থেকে পুলিশকে ধরে নেবে বলে হুমকি দেন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে আলমগীর আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন। পরে তার গ্রামের ইউপি মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, তিনি কোনো বাহিনীতে চাকুরী করেন না। আলমগীরের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর লোগোযুক্ত হাফ হাতা গেঞ্জি, লোগোযুক্ত ক্যাপ ও লোগোযুক্ত ব্যাগ জব্দ করা হয়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে। পুলিশ বলেছে, এ ধরনের ভুয়া সেনা পরিচয় ব্যবহার করে যাত্রীদের ভয় দেখানো একটি গুরুতর অপরাধ, এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য নজরদারি বাড়ানো হবে।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর