হারানো বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক | মুরাদনগর (কুমিল্লা): অনিক চৌধুরী
জীবনের গুরুত্বপূর্ণ একটি নথি হারিয়ে মারাত্মক বিপাকে পড়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার বাসিন্দা খলিল মিয়া। তিনি সম্প্রতি তার এইচএসসি মূল সার্টিফিকেট (Certificate) হারিয়ে ফেলেছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে গত ১১ অক্টোবর (শনিবার) সকালে। সেদিন খলিল মিয়া ব্যক্তিগত কাজে কাজিয়াতল গ্রাম থেকে দাররা বাজার যাওয়ার পথে অসাবধানতাবশত তার এইচএসসি মূল সার্টিফিকেটটি হারিয়ে ফেলেন। গুরুত্বপূর্ণ এই দলিলটি হারানোর পর তিনি চারপাশে অনেক খোঁজাখুঁজি করলেও আর খুঁজে পাননি।
এরপর বিষয়টি নিয়ে তিনি দ্রুত মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানায় জিডি করার পরও এখন পর্যন্ত হারানো সার্টিফিকেটটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
খলিল মিয়া বলেন, “এই সার্টিফিকেটটি আমার শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অনেক চেষ্টা করেও না পেয়ে আমি এখন খুবই চিন্তায় আছি।”
এদিকে, স্থানীয় এলাকাবাসীও খলিলের এই ঘটনার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং সার্টিফিকেটটি খুঁজে পেতে তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত এইচএসসি মূল সার্টিফিকেটটি পেয়ে থাকেন বা কোথাও খুঁজে পান, তবে অনুগ্রহপূর্বক তা খলিল মিয়া অথবা মুরাদনগর থানায় জমা দেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে।
খলিল মিয়া আরও জানান, সার্টিফিকেটটি তার ব্যক্তিগত নামে ইস্যু করা হয়, যা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একাডেমিক নথি। তাই তিনি সংশ্লিষ্ট সবার সহানুভূতি কামনা করেছেন।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর