তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ মেয়ের ফেরার অপেক্ষায় তিন বছর ধরে প্রহর গুনছেন এক অসহায় বাবা। গত ২০২৩ সালের ১০ জানুয়ারি সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর খোঁজ মেলেনি তার মেয়ের।
নিখোঁজ কিশোরী মোছাঃ আজমেরি আক্তার (১৭) — নালিতাবাড়ী উপজেলার খরখরিয়াকান্দা গ্রামের মোঃ আল-আমিনের কন্যা। সে আবাবিল মহিলা কওমি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ জানুয়ারি সকালে কাউকে কিছু না বলে আজমেরি বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে আর ফেরেনি। পরিবার আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরে নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
আজমেরির বাবা আল-আমিন জানান, আমার মেয়ের গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা, মুখ গোলাকার ও উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। নিখোঁজের সময় সে সেলোয়ার-কামিজ ও কালো বোরকা পরেছিল। তিন বছর কেটে গেল, তবু মেয়ের কোনো খোঁজ নেই। প্রতিদিন তার নিরাপদে বাড়ি ফিরে আসার জন্য প্রার্থনা করি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন,আমি ২০২৪ সালের শেষ দিকে এই থানায় আসছি, আজ পর্যন্ত এই বিষয় নিয়ে মেয়ের কোন অভিভাবক থানায় আসেননি, আসলে অবশ্যই বিষয়টা দেখবো
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর