কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার কাচাকাটা থানার পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল ২২/১০/২৫ রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। অভিযানে নেতৃত্ব দেন কাচাকাটা থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।
অভিযানকালে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ভর্তি একটি ব্যাগ, মোবাইল ফোন এবং কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে কাচাকাটা থানা। মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর