বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ | ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

মর্গে ধর্ষিত অনার্স পড়ুয়া তরুণীর লাশ!”

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:


ময়মনসিংহের হালুয়াঘাটে ২০ বছর বয়সী এক অনার্স পড়ুয়া তরুণীর আত্মহত্যার পর তার মরদেহ মর্গে নিয়ে যাওয়ার সময় ভয়াবহ এক ঘটনা ঘটে। থানার হেফাজতে থাকা অবস্থায় মৃতদেহটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ১৯ অক্টোবর হালুয়াঘাটের ওই তরুণী নিজ বাসায় আত্মহত্যা করেন। দুই পাতার একটি সুইসাইড নোটে তিনি লিখে গিয়েছিলেন—

“আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। আমার মৃত্যুর কোনো কারণ নেই। এই দুনিয়া থেকে আমার মন উঠে গেছে, তাই আমি চলে যাচ্ছি।”

এ ঘটনায় হালুয়াঘাট থানা পুলিশ অপমৃত্যুর মামলা (UD Case) দায়ের করে এবং মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মর্গে নরকীয় ঘটনা

ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে লাশ আনা–নেওয়ার দায়িত্বে থাকা আবু সাঈদ নামে এক ব্যক্তি, যিনি প্রায় তিন বছর ধরে থানা থেকে মর্গে লাশ পরিবহনের কাজ করে আসছিলেন, প্রথমে লাশ রেখে চলে যান। কিন্তু কিছুক্ষণ পর সুরতহাল রিপোর্ট নেওয়ার কথা বলে ফের মর্গে প্রবেশ করেন।

পরে কর্তব্যরত ডোম মর্গের ভেতর অন্ধকার দেখে লাইট জ্বালালে আবু সাঈদ ও তার সহযোগীকে ঘুমিয়ে থাকতে দেখেন। তাদের আচরণে সন্দেহ হলে তিনি ডিউটি ডাক্তারকে খবর দেন। পরে ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়।

গ্রেফতার ও মামলা

এ ঘটনায় পুলিশ দ্রুত আবু সাঈদকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে ধর্ষণ ও মৃতদেহ অবমাননার মামলা করা হয়েছে।

একটি রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিচ্ছবি

এই ঘটনা সমাজে গভীর প্রশ্ন তুলেছে—
যে তরুণী জীবিত অবস্থায় নিজের জীবন নিয়ে হতাশ হয়েছিল, মৃত্যুর পরও সে নিরাপদ রইল না।

আইন, নৈতিকতা ও মানবিকতার এই ভয়াবহ অবক্ষয় আমাদের রাষ্ট্রীয় কাঠামোর এক নির্মম বাস্তবতা তুলে ধরছে। এমনকি মর্গে রাখা একটি লাশও যদি নিরাপত্তা না পায়—তাহলে প্রশ্ন থেকে যায়, আমরা আসলে কতটা সভ্য হয়েছি?

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে কিশোরগঞ্জে স্মারকলিপি কর্মসূচি

📢 হারানো বিজ্ঞপ্তি

এবার জাতীয় নির্বাচনে কি অংশগ্রহণ করছেন বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা?

হত্যাকাণ্ডের এক মাস পরও গ্রেফতার নেই, প্রশাসনের কাছে ন্যায়বিচার চাইল পরিবার

গৌরীপুরে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা: নৃশংসতার প্রতিবাদে জেগে উঠুক মানবতা!

“কিশোরগঞ্জে মর্টার শেল তুলে ফেলায় বাড়ছে বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি”

রৌমারী উপজেলা নির্বাহী অফিসে দুর্নীতি

বিদ্যানন্দে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা।

নালিতাবাড়ীতে অগ্রণী ব্যাংকের উদ্যোগে দেড় শতাধিক বিদ্যালয়ে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ।

মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে আহত কাঁচা সবজি বিক্রেতা রশিদ মিয়া।