মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: অনিক চৌধুরী
কুমিল্লার মুরাদনগর উপজেলার মধ্যনগর এলাকার এক শিক্ষার্থী তার এসএসসি মূল মার্কশিট হারিয়ে চরম বিপাকে পড়েছেন। জানা যায়, গত ১৩ অক্টোবর (২০২৫) তারিখে ফাহিম নামের ওই শিক্ষার্থী তার নিজ বাসা মধ্যনগর থেকে ব্যক্তিগত কাজে মুরাদনগর বাজারে যাচ্ছিলেন। পথে অসাবধানতাবশত তার এসএসসি মূল মার্কশিটটি হারিয়ে যায়।
ঘটনাটি বুঝতে পেরে ফাহিম তৎক্ষণাৎ আশেপাশে খোঁজাখুঁজি করলেও মার্কশিটটি আর খুঁজে পাননি। পরবর্তীতে তিনি দ্রুত মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যাতে হারানো মার্কশিটটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

ফাহিম জানান, তার এসএসসি মূল মার্কশিটটি শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ নথি, যা ছাড়া ভবিষ্যতে ভর্তি বা চাকরিসংক্রান্ত কাজে বড় ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে। তিনি অনুরোধ করেছেন, কেউ যদি তার মার্কশিটটি পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় জমা দিন অথবা তার সঙ্গে যোগাযোগ করুন।
স্থানীয়রা জানিয়েছেন, ফাহিম একজন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই দুঃখজনক ঘটনায় পরিবার, শিক্ষক ও এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত মার্কশিটটি ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেছেন।
যে কেউ মার্কশিটটি পেয়ে থাকলে অনুগ্রহ করে মুরাদনগর থানায় যোগাযোগ করুন।


















