নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের জন্য চারটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি জানান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে বাংলাদেশি তদন্ত কমিটির সঙ্গে যৌথভাবে কাজ করবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা চাই সত্যিকারের কারণ উদঘাটিত হোক। এ ঘটনায় যদি কারও অবহেলা থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, গত সপ্তাহে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে চূড়ান্ত কারণ জানার জন্যই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যুক্ত করা হচ্ছে।


















