তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে একই সঙ্গে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন এক শিক্ষক—এমন অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষক মোঃ ইসমাইল হোসেন (৪২), নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন বর্তমানে রসাইতলা দাখিল মাদ্রাসার সুপার পদে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি পাঁচগাঁও দাখিল মাদ্রাসায় সহকারী মৌলবী হিসেবেও কর্মরত আছেন। ফলে একই সময়ে দুই প্রতিষ্ঠানে চাকরির বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে।
এলাকাবাসীর দাবি, ইসমাইল হোসেন এখনো রসাইতলা দাখিল মাদ্রাসার কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন নিয়োগের আশায় এবং সুপার হিসেবে বিভিন্ন কাজেও অংশ নিচ্ছেন। তারা বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর