কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী থানার পুলিশ বিশেষ অভিযানে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করা এক যুবককে আটক করেছে। আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে জাল নোট, মোবাইল ফোন এবং ভুয়া সাংবাদিকতার প্রমাণস্বরূপ কিছু সরঞ্জাম।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, আটক যুবক নিজেকে একটি বেসরকারি অনলাইন চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করতেন এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। বিশেষ করে বাজার এলাকায় গিয়ে ব্যবসায়ীদের হয়রানি ও টাকা আদায়ের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে জাল নোট ও প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ ধরনের প্রতারকদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনতে পুলিশ প্রশাসনের তৎপরতা প্রশংসনীয়। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ধরনের অপরাধ দমন করা অত্যন্ত জরুরি।

















