তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে মরিয়ম (২) নামে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার মরিচপুরান ইউনিয়নের গুজাকুড়া নলকুড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত মরিয়ম ওই গ্রামের মোকসেদুল ইসলামের মেয়ে। জানা গেছে, তার বাবা-মা ঢাকায় চাকরিরত থাকায় শিশুটি নানার বাড়িতে থাকতো।
পরিবার সূত্রে জানা গেছে ,দুপুরে বাড়ির উঠানে একা খেলা করছিল মরিয়ম। একপর্যায়ে পরিবারের অগোচরে সে উঠানের পূর্ব পাশে থাকা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তার পাশের বাড়ির নানা আশাবালি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে মরিয়মের দেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই করুণ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।



















