নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি স্মরণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার মরিয়মনগর চৌমুহনী মসজিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শুরু হয়ে রাঙ্গুনিয়া মডেল থানার সামনে এসে সমাপ্ত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হাসান মুরাদ এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশ পূর্ব হাফেজ ইউনুসের কোরআন তেলাওয়াত শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম। তিনি বলেন ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডিতে শাহাদাত বরণকারীদের স্মরণ করে বলেন, অবিলম্বে ২৮অক্টোবরের খুনীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে ঐ মামলায় চার্জশীট অনুযায়ী মামলাটি পুনরুজ্জীবিত করে বিচারের আওতায় আনতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যারা রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইন, পৌর জামায়াতের সভাপতি মাওলানা মুহাম্মদ শাহ আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গুনিয়া শাখার সভাপতি মুহাম্মদ রাশেদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গুনিয়া অঞ্চল পরিচালক ওয়াহিদুল ইসলাম, সদর শিবির সভাপতি কুতুব উদ্দিন, যুব বিভাগের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন বাবুসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সামাবেশে বক্তারা আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ১৪ দলকে গুম, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা খুনের প্রতিশোধ হিসেবে খুন করতে চাই না। আমরা আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে ইসলামকে ক্ষমতায় পাঠিয়ে এই রাষ্ট্রকে আল্লাহর বিধান দিয়ে পরিচালনার মাধ্যমে সমস্ত হত্যাকান্ডের প্রতিশোধ নিতে চাই। – -রাঙ্গুনিয়া –প্রতিনিধি-



















