কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ আসনে (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশী, রাজনীতির প্রতীক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানীর নেতৃত্বে এক বর্ণাঢ্য নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও স্লোগান নিয়ে মিছিলে যোগ দেন। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয় মিছিলটি।
মিছিলে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী বলেন,
“জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি জনগণের পাশে থাকতে চাই। কিশোরগঞ্জ-১ আসনের মানুষের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
স্থানীয় রাজনৈতিক মহলে এই নির্বাচনী মিছিলকে বিএনপির মাঠ-পর্যায়ে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হিসেবে দেখা হচ্ছে।


















