মুরাদনগর ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে আজ এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফটো কনটেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদকসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, “রক্তদান শুধু একটি মানবিক কাজ নয়, এটি এক মহান দায়িত্ব, যা একজন মানুষের জীবনে নতুন আশা ও প্রাণ সঞ্চার করে।” তারা তরুণ সমাজকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করেন এবং মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনায় বক্তারা আরও বলেন, রক্তের প্রয়োজন হঠাৎ করেই সৃষ্টি হয়, তাই স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংখ্যা বাড়াতে হলে সচেতনতা ছড়িয়ে দিতে হবে প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠানে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ফটো কনটেস্টের পুরস্কার বিতরণ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরা ছবিগুলো বাছাই করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে সৃষ্টি হয় এক উচ্ছ্বসিত পরিবেশ।

অনুষ্ঠানের শেষাংশে সাংগঠনিক সম্পাদক সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মুরাদনগর ব্লাড ফাউন্ডেশন শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি এক পরিবার—যারা রক্তদান ও মানবতার সেবায় সর্বদা পাশে থাকতে চায়।” তিনি আরও জানান, আগামীতে ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃহত্তর পরিসরে রক্তদান কর্মসূচি ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।
মুরাদনগর ব্লাড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে “রক্ত দিন, জীবন বাঁচান” এই স্লোগানকে ধারণ করে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি নিয়মিতভাবে রক্তদানের মাধ্যমে অসুস্থ, দুর্ঘটনাগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
মুরাদনগর ব্লাড ফাউন্ডেশন — মানবতার পথে এক উজ্জ্বল নাম।



















