তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির দুঃসময়ের কান্ডারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ও দলীয় মনোনয়নপ্রত্যাশী জনাব দুলাল চৌধুরী নালিতাবাড়ী উপজেলার নুন্নি ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন।
রবিবার (২ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন এবং দোকান ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন—নালিতাবাড়ী শহর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব গোলাম কিবরিয়া মাকসিম, নুন্নি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুহুল আমিন, যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, মরিচপুরান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. শহীদ, পুড়াগাও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণের সময় জনাব দুলাল চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের গণসংযোগ বাড়াতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। জনগণের আস্থা ও সমর্থনই বিএনপির শক্তি।
দিনব্যাপী এ কর্মসূচিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দেয়।



















