কিশোরগঞ্জ প্রতিনিধি, নিউজনগর
০৩ নভেম্বর ২০২৫, সোমবার
কিশোরগঞ্জের মাথিয়া ই.ইউ. ফাজিল মাদরাসায় আয়োজিত বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং দানাপাঠুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া। তবে তাকে ৫ আগস্টের একটি আলোচিত ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ উঠায় স্থানীয় জনমনে ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
অনুষ্ঠানটি মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আয়োজক কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সমাজসেবামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছিল।
তবে প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান মাসুদ মিয়ার উপস্থিতিকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের ঘটনার সময় চেয়ারম্যান মাসুদ মিয়ার নাম আলোচনায় এলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা আইনগত পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে আয়োজক কমিটির কোনো লিখিত মন্তব্য পাওয়া যায়নি। সচেতন মহল মনে করছে, সংবেদনশীল ঘটনার সাথে যুক্ত ব্যক্তিকে শিক্ষাপ্রতিষ্ঠানের মঞ্চে আমন্ত্রণ জানানো অনুচিত ছিল।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর