কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াটারী গ্রামের মো. খন্দকার টোটনের ছেলে খন্দকার লাবিবের বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে মামলা দায়ের করেছেন রাজশাহী বিভাগের বেলপুকুর থানার আবুল কালামের মেয়ে নুসরাত জাহান কলি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে ফেসবুকের মাধ্যমে লাবিব ও কলির মধ্যে ব্যক্তিগত কিছু ছবি আদান-প্রদান হয়। পরবর্তীতে খন্দকার লাবিব ঐ ছবিগুলো সম্পাদনা করে (ইডিট করে) নগ্ন ছবি তৈরি করে নুসরাত জাহান কলিকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করা শুরু করেন।
প্রথমে লজ্জা ও সামাজিক মর্যাদার ভয়ে কলি বিকাশের মাধ্যমে তাকে টাকা প্রদান করেন। তবে লাবিব একাধিকবার টাকা দাবি করতে থাকেন এবং পরবর্তীতে কয়েকটি ফেক ফেসবুক আইডি ও নিজের আইডি থেকে কলির আইডিতে নগ্ন ছবি পাঠিয়ে আরও ভয়ভীতি প্রদর্শন করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, লাবিব হুমকি দেয় যে— তার চাচা খন্দকার আসাদুজ্জামান আসাদ (দৈনিক সমকাল প্রতিনিধি) ও খন্দকার আরিফ (দৈনিক ইত্তেফাক প্রতিনিধি) রাজারহাটের পরিচিত সাংবাদিক ও ইউটিউবার, তাই টাকা না দিলে কলির ছবি ফেসবুকে ছেড়ে দেওয়া হবে।
পরবর্তীতে নুসরাত জাহান কলি সকল প্রমাণসহ বেলপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং আইনের বিচার চান।
এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন বলেন
অভিযোগের সত্যতা পাওয়া গেলে খন্দকার লাবিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর রংপুর বিভাগের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) কে অবগত করা হয় এবং কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশে রাজারহাট থানা পুলিশ আমাদের সহযোগিতা করে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সহায়তা করে।
পরে রাজারহাট থানা পুলিশের সহায়তায় মূল অভিযুক্ত খন্দকার লাবিবকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নুসরাত জাহান কলি আইন অনুযায়ী দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
আকাশ খান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর