কুমিল্লার মুরাদনগর উপজেলার সীমানারপার গ্রামে ঘটে গেছে হৃদয়বিদারক এক হত্যাকাণ্ড। ছয় বছর বয়সী ছোট্ট আদিবা নামের এক শিশুকে নৃশংসভাবে হত্যা করেছে তারই আপন চাচাতো ভাই।
ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিশুটির এমন নির্মম মৃত্যুর ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বাঙ্গরা বাজার থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন থানার ওসি। তিনি আরও জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

                    








                                    








