কিশোরগঞ্জ সদর প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান
১১ নং দানাপাটুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আনারুল হোসেন, যিনি তাঁর বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং তৃণমূল নেতাকর্মীদের আরও সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।
আরও উপস্থিতি ছিলেন জেলা ছাত্রদল সভাপতি মারুফ মিয়া, নানস্রী স্কুল এন্ড কলেজ বাংলা প্রভাষক পায়েল। সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় জনগণের পাশে রয়েছে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতান্ত্রিক আন্দোলন সফল হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















