মো :আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মনোনয়নপত্র জমা সম্পন্ন হয়েছে। আজ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন।
রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা শহরের করগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনিয়ন কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এ সময় পুরো বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে।

জানা গেছে, ইউনিয়নের ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ৫৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এবং শেষ পর্যন্ত সকলেই মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৫ জন, কার্যনির্বাহী সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জনসহ অন্যান্য পদে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন।
এই নির্বাচনের নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
মনোনয়ন জমা শেষে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল দ্বীন ইসলাম উজ্জ্বল বলেন, “গত কমিটির সময় অনেক শ্রমিক মৃত্যু পরবর্তী ক্ষতিপূরণ পাননি। তাদের প্রাপ্য টাকা ঠিকভাবে প্রদান করা হয়নি। আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে এই ইউনিয়নকে আধুনিক ও মডেল শ্রমিক সংগঠনে রূপান্তর করবো।”
অন্যান্য প্রার্থীরাও জানান, বিগত সময়ের অব্যবস্থাপনা ও বঞ্চনা দূর করে জবাবদিহিমূলক ও শ্রমিকবান্ধব সংগঠন গড়ে তোলাই তাদের লক্ষ্য।
দীর্ঘ তিন বছর পর ভোটের সুযোগ পেয়ে সাধারণ শ্রমিকদের মাঝে ছিল স্বতঃস্ফূর্ত আনন্দ। তারা জানান, এবার তারা এমন নেতৃত্ব নির্বাচন করতে চান, যিনি তাদের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং প্রকৃত অর্থে শ্রমিকদের অধিকার রক্ষা করবেন।



















