বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কিশোরগঞ্জে বিশাল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস: হাওরের মৎস্যসম্পদ রক্ষায় নজিরবিহীন অভিযান

প্রতিবেদক
নিউজ নগর
জুলাই ৩, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় প্রায় ৬০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না/ম্যাজিক জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর থেকে শুরু হয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত হিলচিয়া বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলচিয়া বাজারের একাধিক গুদামে অভিযান চালানো হয়। অভিযানে ৬৪ বস্তা কারেন্ট জাল (মোট দৈর্ঘ্য ১২,৪০০ মিটার, আনুমানিক মূল্য ১৭ লাখ ৯২ হাজার টাকা) এবং ১ হাজার ৫০টি চায়না/ম্যাজিক জাল (দৈর্ঘ্য ২৬,২৫০ মিটার, আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা) জব্দ করা হয়। পরে জব্দকৃত সব জাল নদীপাড়ের খোলা স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল বলেন, “এই অভিযানটি আমার চাকরি জীবনের সবচেয়ে বড় অভিযান। ফায়ার সার্ভিসের সহায়তায় রাত ৯টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা পর্যন্ত ধ্বংসের কাজ চলে।”

জেলা মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ কারেন্ট ও চায়না জালের অবাধ ব্যবহার মা ও পোনা মাছ ধ্বংস করছে, যা হাওরাঞ্চলের মৎস্যসম্পদের ওপর চরম হুমকি সৃষ্টি করছে। মাছের প্রজনন মৌসুমে এ ধরনের জাল ব্যবহারে হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও মাছের প্রাচুর্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই অভিযান স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে এবং মৎস্য সংরক্ষণে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা পৌঁছে দিয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শোলাকিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার ১৯৮ তম জামাত সকাল ৯টায় ।

নালিতাবাড়ীতে দুই শিক্ষকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে কড়া নিরাপত্তার মধ্যে দুর্গা প্রতিমা বিসর্জন

শেরপুর জেলায় অবৈধ বালু উত্তোলন রোধ ও পরিবেশ সুরক্ষা, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেন নালিতাবাড়ী উপজেলা।

অবশেষে মারা গেলেন বাশার আল আজাদ।

নালিতাবাড়িতে দুই দিন ব্যাপী তথ্য মেলা শুভ উদ্বোধন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাণের মিলনমেলা।

রাঙামাটি শহরে সংঘাতের ক্ষত, ভয় কাটেনি

চিলমারীতে ৩০০ পিস ইয়াবা ও ৫কেজি গাঁজাসহ যুবক আটক।

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণ প্যানেল ঘোষণা: ভিপি পদে সাদিক, ৪ নারী প্রার্থীসহ মোট ২৮ জন