সোমবার , ২১ জুলাই ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

আরো একটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে”—জামায়াত আমির ডা. শফিকুর রহমান,

প্রতিবেদক
নিউজ নগর
জুলাই ২১, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ণ

গত ১৯ জুলাই ২০২৫, শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল সাড়ে ৯টায় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাবেশের সূচনা হয় এবং দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল কার্যক্রম শুরু হয়। এর আগে দুপুর ১২টা ৩০ মিনিটে সমাবেশস্থলে উপস্থিত হন দলের আমির।

অতীতের ত্যাগের কথা স্মরণ
ডা. শফিকুর রহমান বলেন, “গত ১৫ বছরের দুঃসহ অন্ধকার সময়ে যারা নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন, আহত হয়েছেন কিংবা নিখোঁজ হয়েছেন—তাঁদের প্রতি আমরা চিরঋণী। জামায়াতে ইসলামীর অস্তিত্ব যতদিন থাকবে, আমরা তাঁদের ঋণ শোধের চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “আবু সাঈদদের মতো শহীদরা বুক পেতে না দাঁড়ালে, এই জাতির মুক্তি সম্ভব হতো না। তাদের আত্মত্যাগেই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। এই ত্যাগের কথা ভুলে গেলে আমরা নিজেরাই ফ্যাসিবাদের অংশ হয়ে যাব।”

জাতীয় ঐক্যের আহ্বান
জামায়াত আমির বলেন, “আমরা যেন তাঁদের অবদানকে অবজ্ঞা না করি, তুচ্ছ ভাবি না। অহংকার করে অন্য দলকে তাচ্ছিল্য না করি। রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে তুলতে হবে। নইলে বুঝতে হবে, ফ্যাসিবাদের রূপ আমাদের ভেতরেই বাসা বেঁধেছে।”

দুর্নীতিবিরোধী অবস্থান ও অঙ্গীকার
দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “যদি জামায়াতে ইসলামী দেশের সেবা করার সুযোগ পায়, আমরা মালিক হব না, সেবক হব। কোনো এমপি বা মন্ত্রী সরকারি প্লট নেবেন না, ট্যাক্সমুক্ত গাড়িতে চলবেন না, নিজের হাতে কোনো সরকারি টাকা চালাবেন না।”

তিনি ঘোষণা দিয়ে বলেন, “যে এমপি বা মন্ত্রী কোনো প্রকল্পের জন্য বরাদ্দ পাবেন, কাজ শেষ হওয়ার পর ১৮ কোটি মানুষের কাছে তার জবাবদিহি করতে বাধ্য থাকবেন। চাঁদা আমরা নেব না, নিতেও দেব না। দুর্নীতি করব না, সহ্যও করব না।”

জনগণের প্রতিনিধি হিসেবে নিজ অবস্থান
ডা. শফিক বলেন, “আমি শিশুদের বন্ধু, তরুণদের ভাই, বয়স্কদের সহযোদ্ধা। আমি এসেছি মাঠের কৃষক, রিকশাচালক, পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমজীবী মানুষের কথা বলতে—not কোনো অভিজাত শ্রেণির প্রতিনিধি হয়ে।”

শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মনিবেদন
তিনি বলেন, “জীবনভর রক্তচক্ষু উপেক্ষা করেছি, জেল-জুলুমের ভয় করিনি। আফসোস—২০২৪ সালের লড়াইয়ে শহীদদের কাতারে আমি থাকতে পারিনি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সেই লড়াইয়ে আমিও একজন শহীদ হতে পারি।”

বিচার দাবি ও নতুন বাংলাদেশের আহ্বান
ডা. শফিকুর রহমান বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে শাপলা চত্বর গণহত্যা, পিলখানার হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের গণহত্যা যারা চালিয়েছে—তাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে। এ দেশের মানুষ শুধু জানে ক্ষমা নয়, ন্যায়বিচার।”

সমাবেশের শেষদিকে তিনি বলেন, “পুরনো, পচাগলা শাসনব্যবস্থায় বাংলাদেশ আর চলবে না। শহীদরা জীবন দিয়েছেন কোনো পুরনো শাসন ফিরিয়ে আনার জন্য নয়। যদি কেউ সেই ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, তাহলে বলি—জুলাইয়ের শহীদদের জীবন ফিরিয়ে দিন, যদি পারেন।”

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের কী কী করণীয়

রৌমারীতে চাঁদাবাজির মামলায় গ্রেফতার।

নেতাকর্মীদের উচ্ছ্বাসে ভিপি সোহেল, সম্মেলনে নতুন প্রত্যাশা

নালিতাবাড়ীতে অগ্রণী ব্যাংকের উদ্যোগে দেড় শতাধিক বিদ্যালয়ে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ।

শেরপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া।

ফেনীর নদীবাঁধ ভাঙনে ভয়াবহ প্লাবন, ফুলগাজী-পরশুরামের ১৫ গ্রামের মানুষ চরম দুর্ভোগে।

নওগাঁর হাঁসাই গাড়ী গ্রামের উদ্যোগে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বন্যা কবলিত ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় ছাত্রশিবিরের মানবিক তৎপরতা।

রৌমারী উপজেলায় বৈজ্ঞানিক চিন্তার আলোকচ্ছটা।

বোয়ালখালী মানুষের প্রানের দাবী কালুরঘাট সেতু।